ডিএসইর ভারপ্রাপ্ত এমডি দায়িত্ব পেলেন কোম্পানি সচিব আসাদুর রহমান

সময়: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ১২:১৩:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ নির্বাহী পদে পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব আসাদুর রহমানকে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএসই সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পাওয়ার আগে আসাদুর রহমানকে চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে উন্নীত করে বোর্ড। এরপরই তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়।

এর আগে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) সাত্তিক আহমেদ শাহ ডিএসইর ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু গত ২৯ জুন তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদটি পুনরায় শূন্য হয়ে যায়।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের পদটি ২০২৪ সালের মে মাস থেকে শূন্য ছিল। ওই সময়কার এমডি এটিএম তারিকুজ্জামান বিএসইসি কমিশনার পদে যোগ দেওয়ায় পদত্যাগ করেন। তারপর থেকে ডিএসইর নেতৃত্বে স্থায়ীত্বহীনতা চলছিল।

ডিএসই বোর্ড গত বছরের নভেম্বরে ব্যবস্থাপনা পরিচালক (এমডি), চিফ টেকনোলজি অফিসার (সিটিও), এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এই প্রক্রিয়া শেষ হয়নি।

ডিএসইর ইতিহাস ঘেঁটে দেখা যায়, ডিম্যাচুয়ালাইজেশন-এর পর থেকে কেবল কেএএম মাজেদুর রহমান-ই তার পূর্ণ তিন বছরের মেয়াদ সফলভাবে সম্পন্ন করেছিলেন। তার পরবর্তী এমডিরা কেউই পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি।

বিশ্লেষকদের মতে, এমন উচ্চপর্যায়ের দায়িত্বে দ্রুত স্থায়ী নিয়োগ না হওয়ায় ডিএসইর নীতিগত ধারাবাহিকতা ও প্রশাসনিক সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে, যা বাজার স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে।

Share
নিউজটি ১৯৭ বার পড়া হয়েছে ।
Tagged