ডিএসইর লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং

সময়: বুধবার, মার্চ ২২, ২০২৩ ৬:৩৮:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২২ মার্চ ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেডের।

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে আজ কোম্পানিটির ১৯ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির ১৯ লাখ ৭৭ হাজার ৬০৫টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ছিল ২১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকার

আজ ১৬ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল হোটেল।

এদিন ডিএসইতে কোম্পানিটির ৫ লাখ ৪২ হাজার ৪৩১টি শেয়ার লেনদেন হয়।

এদিন চতুর্থ সর্বোচ্চ ১৬ কোটি ২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের।

এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকায় চার নম্বরে উঠে এসেছে।

লেনদেন তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

আজ ডিএসইতে কোম্পানিটির ১৩ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ১ লাখ ৬৮ হাজার, শাইনপুকুর সিরামিকসের ১১ কোটি ১ লাখ ৫২ হাজার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৬৯ লাখ ২৪ হাজার, আমানা টেকওয়ার্কের ৯ কোটি ৪১লাখ ৯৫ হাজার এবং জেমিনি সি ফুডসের ৮ কোটি ৭৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৭৩ বার পড়া হয়েছে ।
Tagged