ডিএসইর লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সময়: বুধবার, মে ২১, ২০২৫ ৪:২৫:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আজ ২১ মে’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। এদিন ব্যাংকটির ১৮ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকা। দিনশেষে ব্যাংকটির প্রতিটি শেয়ার ৫৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজ কোম্পানিটির ১৭ কোটি ৯২ লাখ ৪২ হাজার টাকার। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩৭৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হযেছে।

তৃতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ১২ কোটি ৯২ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৪৭ টাকায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১০ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার টাকা, সিটি ব্যাংকের ৮ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৬ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ৬ কোটি ৬১ লাখ ৯৫ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৫ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৫ কোটি ৩১ লাখ ৯৯ হাজার টাকা এবং এনআরবি ব্যাংকের ৪ কোটি ৯১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ২৩৮ বার পড়া হয়েছে ।
Tagged