ডিএসইর লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

সময়: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ৪:৫০:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আজ ১৩ মে’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। এদিন ব্যাংকটির ১৬ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে ব্যাংকটির প্রতিটি শেয়ার ২৫ টাকায় লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ১৫ কোটি ৮৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৫১ টাকায় লেনদেন হয়েছে।

১৪ কোটি ১২ লাখ ৯৯ হাজার টাকায় লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এনআরবি ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩ টাকায় ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ৩১ লাখ ৯৫ হাজার টাকা, সিটি ব্যাংকের ৯ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার টাকা, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৯ কোটি ৯ লাখ ৪৮ হাজার টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৮ কোটি ২০ লাখ ১৮ হাজার টাকা, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ কোটি ৮৩ লাখ ৫২ হাজার টাকা, যমুনা ব্যাংকের ৭ কোটি ২৬ লাখ ৬৬ হাজার টাকা এবং কেডিএস এক্সেসরিজের ৬ কোটি ৬২ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯০ বার পড়া হয়েছে ।
Tagged