ডিএসইর লেনদেনে শীর্ষে এপেক্স ফুটওয়্যার

সময়: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৭:৩৬:৩১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১০ এপ্রিল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের।

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে উঠে আসে।

আজ ডিএসইতে কোম্পানিটির ২৯ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৪০ লাখ ৮৯ হাজার টাকার।

২৩ কোটি ৯৩ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেনে মাধ্যমে জেমিনি সি ফুডস লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

আজ ডিএসইর লেনদেন তালিকার চতুর্থ স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এদিন ডিএসইতে কোম্পানিটির ২৩ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেনেক্স ইনফোসিসের ২১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার, ইস্টার্ন হাউজিংয়ের ১৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার, সি পার্ল হোটেলের ১৭ কোটি ৭৫ লাখ ২২ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৬ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪ কোটি ১ লাখ ১০ হাজার এবং লিগ্যাসি ফুটওয়্যারের ১৩ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

উল্লেখ্য, আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৬টি এবং কমেছে ৮৮টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৭টির। ডিএসইতে ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার।

 

Share
নিউজটি ১২২ বার পড়া হয়েছে ।
Tagged