সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

সময়: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৭:৩৭:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ ১০ এপ্রিল সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধন সব সূচকের পাশাপাশি এদিন টাকার অংকে লেনদেন কমেছে।

অপরদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন একটি সূচকে নামে মাত্র বাড়লেও বাকিগুলো কমেছে। একই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২০১.৫৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ৩.০৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ২১৯৭.০৭ এবং ১৩৪৪.৫৪ পয়েন্টে।

 

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৭টি, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০টির।

আজ ডিএসইতে ৭ কোটি ২৭ লাখ ৩০ হাজার ৯৪৭টি শেয়ার এক লাখ ২ হাজার ৩৪২বার হাতবদল হয়েছে।

যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৪৬৯ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকা।

 

অপরদিকে, আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯৮ দশমিক ১৩ পয়েন্টে।

অন্য সূচকের মধ্যে- সিএসই-৩০ সূচক ৮.৯৭, সিএসসিএক্স ৬.৯৯ এবং সিএসআই সূচক ১.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৩৩৭৪.৬৮, ১০৯৬৮.২৫ এবং ১১৪৯.০২ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক নামমাত্র বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৩ দশমিক ৫১ পয়েন্টে।

এদিন চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার লেনদেন হয়েছে ১০ কোটি ৬৮ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১১৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২২টি, কমেছে ৩৭টি এবং পরিবর্তন হয়নি ৫৭টির।

 

Share
নিউজটি ১১৪ বার পড়া হয়েছে ।
Tagged