ডিএসইর লেনদেনে শীর্ষে বাংলাদেশ শিপিং করপোরেশন

সময়: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৩:৩২:২২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৫ মে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের। আজ কোম্পানিটির ৪৬ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মাসিউক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৪ লাখ ১২ হাজার টাকার।

৩০ কোটি ৫৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে মেঘনা লাইফ ইন্সুরেন্স লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সি পার্ল হোটেল, চাটার্ড লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, সিভিও পেট্রোকেমিক্যাল, ইনট্রাকো রিফিউলিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

Share
নিউজটি ১২৮ বার পড়া হয়েছে ।
Tagged