ডিএসইর লেনদেনে শীর্ষে রূপালী লাইফ ইন্সুরেন্স

ডিএসইর লেনদেনে শীর্ষে রূপালী লাইফ ইন্সুরেন্স

সময়: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৫:৪৮:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১৩ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ কোম্পানিটির ২৭ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৭ লাখ ১৩ হাজার টাকার।

আজ ডিএসইতে ২১ কোটি ৩২ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছেমাধ্যমে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।

এর মাধ্যমে কোম্পানিটির ডিএসইর লেনদেনের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এডিএন টেলিকম, সি পার্ল হোটেল, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্কস, বাংলাদশ শিপিং করপোরেশন এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

উল্লেখ্য, গতকাল ১২ মার্চ ডিএসইতে টাকার অংকে সর্বোচ্চ লেনদন হয়েছিল জেনেক্স ইনফোসিসের। কোম্পানিটির ৪০ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

 

Share
নিউজটি ১১৮ বার পড়া হয়েছে ।
Tagged