ডিএসই’র শোকজের কবলে সাইফ পাওয়ারটেক

সময়: সোমবার, অক্টোবর ৪, ২০২১ ২:৩৪:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ার কারণে ডিএসই’র শোকজের কবলেছ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি সাইফ পাওয়ারটেকের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে ৩ অক্টোবর একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৩১ টাকা । ৩ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ৪৩ টাকায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৪৩ বার পড়া হয়েছে ।
Tagged