ডিএসইর সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিডিকম অনলাইন

সময়: শনিবার, মার্চ ১২, ২০২২ ৩:৪৪:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (৬-১০ মার্চ’২২) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির বা গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডিকম অনলাইন। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৪১.৭৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৫৭ কোটি ৫১ লাখ ৩১ হাজার টাকার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয় ১১ কোটি ৫০ লাখ ২৬ হাজার ২০০ টাকা।

গেইনার তালিকার দ্বিতীয় স্থানে ছিল বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ২১.৮২ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির টাকার অংকে লেনদেন হয়েছে ৪২ কোটি ৫৪ লাখ ৮৫ হাজার টাকা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ কোটি ৫০ লাখ ৯৭ হাজার টাকা।

ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্নী সিস্টেমসের ১৬.২৫ শতাংশ, ইনটেক অনলাইনের ১৩.৩৮ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ১৩.৩৬ শতাংশ, এডিএন টেলিকমের ১৩.২৭ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১২.১৭ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ১১.৯২ শতাংশ, ভিএফএস থ্রেডের ১১.৭৬ শতাংশ এবং এসইএমএল লেকচার ইকুয়িটি ম্যানেজমেন্টের ১১.৩৬ শতাংশ দর বেড়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৬২ বার পড়া হয়েছে ।
Tagged