নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবুর পর এবার স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগ করেছেন।
বুধবার (২১ আগস্ট) স্বতন্ত্র পরিচালকরা মেইল, হোয়াটসঅ্যাপ ও হার্ডকপির মাধ্যমে পদত্যাগ পত্র ডিএসইতে জমা দিয়েছেন। বিষয়টি ডিএসইর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, ডিএসইর ৫জন স্বতন্ত্র পরিচালক গতকাল পদত্যাগ করেছেন। এর আগে চেয়ারম্যান পদত্যাগ করেছেন। বাকি ১ জন বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ ট্রান্সফার হয়ে গেছেন।


