ডিএসই থেকে রাজস্ব আয় কমেছে সরকারের

সময়: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৭:৫৬:০২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারিতে প্রধান শেয়ারবাজার ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ) থেকে থেকে রাজস্ব আয় কমেছে সরকারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে মাত্র ১৩ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার ৫৬২ টাকা।

আগের বছর ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি থেকে সরকারের আয় ছিল ২৫ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৬২৭ টাকা।

অর্থাৎ এক বছরের ব্যবধানে সরকার ডিএসই থেকে ১১ কোটি ৪১ লাখ ৯৮ হাজার ৬৫ টাকা কম পেয়েছে।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনা-বেচা থেকে সরকার রাজস্ব আয় করে।

প্রথমটি হলো- কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব আয়।

দ্বিতীয়টি হলো, বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।

দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো, ডিএসইর স্টেকহোল্ডারদের দৈনিক লেনদেনের ওপর দশমিক ০৫ শতাংশ কর।

এখাত থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজস্ব আয় হয় মাত্র ৮ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ৮৯৫ টাকা।

অন্যদিকে, বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে, স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৬৬৭ টাকা।

সব মিলিয়ে ডিএসই থেকে মোট রাজস্ব আয় হয়েছে ১৩ কোটি ৪ লাখ ১৫ হাজার ৯৫৬ টাকা।

ডিএসই এই টাকা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে।

 

Share
নিউজটি ১৭৬ বার পড়া হয়েছে ।
Tagged