নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড শেয়ার প্রতি ৪ টাকা ৪০ পয়সা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পযালোচনা করে প্রতি শেয়ারের মূল্য ১০ টাকা হিসাবে কোম্পানিটি ১৭৬ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ১৬৪ টাকার ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইউনাইটেড এনার্জি ইউনাইটেড আশুগঞ্জের ৯২.৪৭ শতাংশ শেয়ারে মালিক। আর ইউনাইটেড পাওয়ার ইউনাইটেড এনার্জির ৯৯ শতাংশ শেয়ারের মালিক। ইউনাইটেড এনার্জি ইউনাইটেড পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান


