শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর ফলে বিনিয়োগকারীরা এবারের জন্য ডিভিডেন্ড থেকে বঞ্চিত থাকবেন।
কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৬৮ পয়সা, যা এর আগের বছর ছিল ৩ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস উল্লেখযোগ্যভাবে কমেছে।
একই সময়ে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৬ পয়সা। ব্যাংকটির আর্থিক ফলাফল অনুযায়ী, ডিভিডেন্ড ঘোষণা না করার অন্যতম কারণ হলো ইপিএসের বড় ধরনের পতন।
বার্ষিক সাধারণ সভা (AGM) আয়োজনের তারিখ ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। তবে এজিএমে অংশগ্রহণের জন্য শেয়ারহোল্ডারদের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫। AGM-এর তারিখ পরবর্তীতে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।


