ডিভিডেন্ড দিচ্ছে না প্রিমিয়ার ব্যাংক

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ১০:৫৮:৩৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যাংকটি চলতি বছরে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে, যা বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য।

২০২৪ অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১ টাকা ৯ পয়সা, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৩ সালে প্রিমিয়ার ব্যাংকের ইপিএস ছিল ৩ টাকা ৩৭ পয়সা। উল্লেখযোগ্যভাবে আয় কমে যাওয়ার ফলে এবার লভ্যাংশ প্রদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

প্রিমিয়ার ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) ২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সা, যা এখনো শক্ত অবস্থানে রয়েছে।

ব্যাংকটির ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর, সোমবার সকাল ১১টায়, এবং এটি ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এই সাধারণ সভায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর ২০২৫।

এই ঘোষণার মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক তাদের শেয়ারহোল্ডারদের প্রতি আর্থিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রকাশ করেছে, যদিও চলতি বছরের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্য কিছুটা হতাশার হতে পারে।

Share
নিউজটি ১২৯ বার পড়া হয়েছে ।
Tagged