নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড ২০২৪ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি ৩৯ টাকা ১ পয়সা লোকসান করেছে। এছাড়া, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১২ টাকা ৩২ পয়সায়।
ডিভিডেন্ড না দেওয়ার এই প্রস্তাবসহ অন্যান্য এজেন্ডা শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ জুন।


