ড্যাফোডিল কম্পিউটারের ঋণ শেয়ারে রূপান্তরের প্রস্তাব বাতিল করল বিএসইসি

সময়: বুধবার, আগস্ট ১৩, ২০২৫ ১১:৫৩:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্সের ঋণ শেয়ারে রূপান্তরের প্রস্তাব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাতিল করেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বিনিয়োগকারীদের এ সিদ্ধান্তের বিষয়টি জানায়।

গত বছরের ডিসেম্বর মাসে ড্যাফোডিল কম্পিউটার্স ঘোষণা করেছিল, তারা ড্যাফোডিল ফ্যামিলির আরেক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল থেকে নেওয়া ঋণ পরিশোধের জন্য প্রতি শেয়ার ১০ টাকায় ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যু করবে।

বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম জানান, কোম্পানিটি প্রস্তাবিত কম মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের অর্থ মালিকানাধীন প্রতিষ্ঠানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। বর্তমানে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের বাজারমূল্য ৫০ টাকার উপরে থাকায়, ১০ টাকায় শেয়ার ইস্যু করলে একই মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বিপুল সুবিধা পেত।

তিনি আরও বলেন, বাজারমূল্যে শেয়ার ইস্যু করলে ঋণের মাত্র এক-পঞ্চমাংশ দিয়েই পরিশোধ সম্ভব হতো। প্রস্তাবটি অনুমোদিত হলে মালিকপক্ষ ঋণের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি লাভবান হতেন, বিপরীতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়তেন।

এর আগে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষও এই প্রস্তাবের বিরোধিতা করে জানিয়েছিল, এ ধরনের শেয়ার ইস্যু বিনিয়োগকারীর স্বার্থের পরিপন্থী এবং মালিকপক্ষের অস্বাভাবিক মুনাফা নিশ্চিত করবে।

 

Share
নিউজটি ১২১ বার পড়া হয়েছে ।
Tagged