নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড তাদের রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহের পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির রাইট শেয়ার আবেদন বাতিল করেছে।
ডিএসই সূত্রে জানা যায়, সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড-এর বর্ধিত বিনিয়োগ খরচ মেটাতে মূল কোম্পানিটি প্রতি ৩টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ৪৫ টাকা মূল্যে (৩৫ টাকা প্রিমিয়ামসহ) ইস্যু করে ১০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছিল।
তবে বাজারে চলমান তারল্য সংকট ও বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় কোম্পানিটি পরে রাইট অফারের মূল্য ১০ টাকা কমিয়ে ৩৫ টাকায় নামিয়ে আনে। এ নিয়ে এক মূল্য সংবেদনশীল বিবৃতিতে কনফিডেন্স সিমেন্ট জানিয়েছিল, বাজার পরিস্থিতি ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় রাইট অফারটি সংশোধন করেছে তারা।
কোম্পানিটি ২০২৩ সালে অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫০ কোটি টাকা সংগ্রহেরও পরিকল্পনা করেছিল। কিন্তু একই কারণে সেটিও বাতিল করা হয়।
উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতার কারণে ডিএসই কনফিডেন্স সিমেন্টকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছিল। পরবর্তীতে নির্ধারিত ডিভিডেন্ড বিতরণ করার পর প্রতিষ্ঠানটি আবার ‘এ’ ক্যাটাগরিতে ফিরে আসে।
প্রতিষ্ঠানটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “বাজারে প্রতিদিনের লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নেমে এসেছে, যা রাইট শেয়ার সাবস্ক্রিপশনের জন্য যথেষ্ট অনুকূল নয়।”
এদিকে, ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে কনফিডেন্স গ্রুপ নরসিংদীতে প্রায় ৮১৫ কোটি টাকা বিনিয়োগে একটি নতুন সিমেন্ট কারখানা নির্মাণ করছে, যা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে চালু হতে পারে। কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ধরা হয়েছে ১৮ লাখ টন।
? বিশ্লেষকদের মতে, বাজার পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আরও অনেক কোম্পানি রাইট শেয়ার বা অগ্রাধিকার শেয়ার ইস্যুর উদ্যোগ থেকে সরে আসতে বাধ্য হতে পারে।


