তাল্লু স্পিনিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১২:২০:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিংয়ের ৩০ সেপ্টেম্বর,২০২২ পর্যন্ত প্রথম ও ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৯ পয়সা। গত বছর একই সময়ে যার শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ২৪ পয়সা।

এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ পয়সা। গত বছর একই সময়ে যার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৪৭ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৮ পয়সা। গত বছর একই সময়ে যার শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৪ পয়সা।

এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৯ পয়সা। গত বছর একই সময়ে যার শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৭৫ পয়সা।

 

Share
নিউজটি ১৩১ বার পড়া হয়েছে ।
Tagged