নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্যাস বিতরণ খাতের অন্যতম কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের ২৮২ কোটি টাকার শেয়ার মানি ডিপোজিটকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
ডিএসই জানায়, ২৮২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৬৯৫ টাকার শেয়ার মানি ডিপোজিটকে ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করা হবে।
প্রতিটি প্রেফারেন্স শেয়ারের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা, এবং এই শেয়ার সরকারের অনুকূলে বা অর্থ মন্ত্রণালয়ের নামে ইস্যু করা হবে।
এই প্রক্রিয়া অনুসারে কোনো বোনাস বা ডিভিডেন্ড সুবিধা এই শেয়ারগুলোর সঙ্গে যুক্ত থাকবে না, কারণ এগুলো হবে নন-কিউমুলেটিভ।
তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের অনুমোদন প্রাপ্তির বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কোম্পানি সূত্র।


