তিন কোম্পানিকে ডিএসইর শোকজ

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২ ৩:৪০:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন,বিকন ফার্মা লিমিটেড এবং বিডি ওয়েল্ডিং। এ তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিগুলোকে শোকজ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি ওই ৩ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিগুলোকে ১৯ সেপ্টেম্বর একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানি তিনটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২১ আগস্ট ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ছিল ১৫৮ টাকা ১০ পয়সা। ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৫৪৬ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়।

বিকন ফার্মার শেয়ার দর গত ১৩ সেপ্টেম্বর ছিল ২৮৮ টাকা ৭০ পয়সা । ১৯ সেপ্টেম্বর শেয়ারটির দর ৩৭৯ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।

অপরদিকে, ডিএসইতে গত ২৪ আগস্ট ওয়েল্ডিং লিমিটেডের শেয়ার দর ছিল ২২ টাকা ১০ পয়সা। ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৩৩ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

Share
নিউজটি ৪০৮ বার পড়া হয়েছে ।
Tagged