নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি ৩টি হলো- রিংশাইন টেক্সটাইল, ফাস ফাইন্যান্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রিংশাইন টেক্সটাইল: কোম্পানিট ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৮৬ পয়সা।
আলোচ্য সয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮ টাকা ৮২ পয়সা।
গ্লোবাল ইসলামী ব্যাংকে : ব্যাংকটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪৪ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ১৪ পয়সায়।
ফাস ফাইন্যান্স : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ৯ টাকা ৩০ পয়সা।
৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৫ টাকা ৩৫ পয়সায়।


