২ কোম্পানির

তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

সময়: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ২:২৪:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট এবং রংপুর ফাউন্ড্রি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিকদার ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। কোম্পানির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্পমেয়াদী রেটিং ‘এসটি-২’।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত এবং চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য পর্যালোচনার ভিত্তিতে এই রেটিং প্রদান করা হয়েছে।

এছাড়াও, কনফিডেন্স সিমেন্ট পিএলসির ক্রেডিট রেটিংও সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কনফিডেন্স সিমেন্টের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’।

এ রেটিংটি ৩০ জুন ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পর্যালোচনার পর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ক্রেডিট রেটিংও সম্পন্ন হয়েছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে নির্ধারিত এই রেটিং অনুযায়ী, কোম্পানির দীর্ঘমেয়াদী রেটিং ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী রেটিং ‘এসটি-৩’ হয়েছে।

রেটিংটি ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পর্যালোচনার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে।

 

Share
নিউজটি ২০৩ বার পড়া হয়েছে ।
Tagged