নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তথা ইপিএস প্রকাশের লক্ষ্যে বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। রোববার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বোর্ড সভাগুলোতে কোম্পানিগুলোর ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি পরিচালনা পর্ষদের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচিত হবে বলে জানা গেছে।
? বোর্ড সভার সময়সূচি ও কোম্পানি অনুযায়ী তথ্য
? ২৭ অক্টোবর (সোমবার)
রবি আজিয়াটা লিমিটেড (Robi Axiata Limited)
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। এ সভায় ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল (ইপিএস) পর্যালোচনা ও অনুমোদন করা হবে।
? ২৩ অক্টোবর (বুধবার)
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (Phoenix Finance & Investments Ltd.) এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (United Insurance Company Ltd.)—দুটি কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। উভয় সভায় তৃতীয় প্রান্তিকের ইপিএসসহ আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য বিষয়ও আলোচনা করা হবে।
? ২৬ অক্টোবর (রবিবার)
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (Peoples Insurance Company Ltd.)-এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। এ সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক ফলাফল অনুমোদনের পাশাপাশি বোর্ডের অন্যান্য বিষয়ও আলোচনায় আসবে।
বিশ্লেষকদের মতে, তৃতীয় প্রান্তিকের ইপিএস ফলাফল প্রকাশের মাধ্যমে এসব কোম্পানির সাম্প্রতিক আর্থিক কার্যক্রম, আয়ের ধারা ও খাতভিত্তিক পারফরম্যান্স সম্পর্কে বিনিয়োগকারীরা গুরুত্বপূর্ণ ধারণা পাবেন। বিশেষ করে ব্যাংকিং-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও বীমা খাতের ফলাফল বাজারে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।


