তৃতীয় প্রান্তিকে মিডল্যান্ড ব্যাংকের ইপিএস বেড়ে ৪২ পয়সা

সময়: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ১০:২৩:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি প্রান্তিকে ব্যাংকটির আয় গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা প্রতিষ্ঠানটির কার্যক্রমে ইতিবাচক প্রবণতা নির্দেশ করছে।

? তৃতীয় প্রান্তিকের আয় বৃদ্ধি
২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৪২ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল মাত্র ৯ পয়সা। অর্থাৎ, ব্যাংকের ইপিএস বেড়েছে প্রায় ৩৩ পয়সা বা ৪৬৬ শতাংশ, যা ব্যাংকটির মুনাফা বৃদ্ধির ধারাকে ইঙ্গিত করছে।

? ৯ মাসের সারসংক্ষেপ
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) মিডল্যান্ড ব্যাংকের মোট ইপিএস দাঁড়িয়েছে ৬০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৫২ পয়সা। ব্যাংকটির আয় ও মুনাফা দুটোই বৃদ্ধি পাওয়ায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরবর্তী প্রান্তিকগুলোতে আরও উন্নতির আশাবাদ ব্যক্ত করেছে।

? নিট সম্পদমূল্য (NAVPS)
৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৯ পয়সা। এটি ব্যাংকের আর্থিক ভিত্তি ও মূলধন স্থিতিশীলতা প্রতিফলিত করে।

? বাজার বিশ্লেষণ
বাজার বিশ্লেষকদের মতে, মিডল্যান্ড ব্যাংকের তৃতীয় প্রান্তিকের ফলাফল ব্যাংকটির অপারেশনাল দক্ষতা ও ঋণ পোর্টফোলিও ব্যবস্থাপনার উন্নতি নির্দেশ করছে। সুদ আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণে রাখার ফলে মুনাফা বাড়তে সক্ষম হয়েছে ব্যাংকটি।

 

 

Share
নিউজটি ৭৯ বার পড়া হয়েছে ।
Tagged