দরপতনের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

সময়: শনিবার, জুন ১৯, ২০২১ ৩:১০:০৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থন করছে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০.৮৩ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫৯ কোটি ২৮ লাখ ৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৮৫ লাখ ৬১ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০ দশমিক ৩১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩৪ কোটি ৭১ লাখ ২৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৬ কোটি ৯৪ লাখ ২৪ হাজার টাকা।

মোজাফফর হোসেন স্পিনিং লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৯.৯৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৮ কোটি ৯ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৬১ লাখ ৯৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি, স্ট্যান্ডার্ড সিরামিকস, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, সমতা লেদার কমপ্লেক্স, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি ও মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬৮ বার পড়া হয়েছে ।
Tagged