সূচক কমলেও বেড়েছে লেনদেন

দরপতন দিয়ে সপ্তাহ শেষ

সময়: বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ ৩:০৬:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ২৮ মার্চ দরপতন দিয়ে সপ্তাহ শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৮ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৫.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭৮.৩২ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৪.৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১.০৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২১ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৫.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৯৫৭ টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ১৪৫ বার হাতবদল হয়েছে। টাকার অংকে যার বাজারমূল্য ৪১১ কোটি ৮ লাখ ৪৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ মার্চ ডিএসইতে ১৬ কোটি ১০ লাখ ৬০ হাজার ৩৮৬ টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ৭০৬ বার হাতবদল হয়। টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৫৩৮ কোটি ৭৯ লাখ ৯২ হাজার টাকা।

 

Share
নিউজটি ৩১ বার পড়া হয়েছে ।
Tagged