সূচক কমলেও বেড়েছে লেনদেন

দরপতন দিয়ে সপ্তাহ শুরু শেয়ারবাজারে

সময়: রবিবার, ডিসেম্বর ১৯, ২০২১ ৮:৫৯:২৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে (১৯ ডিসেম্বর) দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমা । একই সাথে কমেছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.৯৮ পয়েন্ট বা ১.২৩ শতাংশ কমে ছয় হাজার ৭৮৩.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯.০৫ পয়েন্ট বা ১.৩০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৮.৭৫ পয়েন্ট বা ১.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৩.২৪ পয়েন্ট এবং দুই হাজার ৫৪৭.৭০ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনেেদন অংশ নেয়া ৩৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৭টির বা ২৩.০২ শতাংশ, কমেছে কমেছে ২৬৬টির বা ৭০.৩৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি বা ৬.৬১ শতাংশের।

ডিএসইতে আজ ২০ কোটি ৫১ লাখ ৮১ হাজার ২৯৯টি শেয়ার ২ লাখ ১১ হাজার ৪২৪বার হাতবদল হয়, যার বাজার মূল্য ৭৮৬ কোটি ২১ লাখ ৮৬ হাজার ১৩৪ টাকা। যা আগের কার্যদিবস থেকে ৮৪ কোটি ১৯ লাখ টাকা কম। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৬ হাজার ২১৪ কোটি ৩২ লাখ ৬ হাজার ৭৩৩ টাকা ৩৮ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৩২.৮৩ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৪২.২৫ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৭টি, কমেছে ২০৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আজ সিএসইতে ২ কোটি ৩৯ লাখ ৯৮৭টি শেয়ার ৩২ হাজার ৭৬১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫৫ কোটি ৪ লাখ ৬৪ হাজার ১২৬ টাকা ৮০ পয়সা। এদিন সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৬৭৯ কোটি ৯৬ লাখ ৪৮ হাজার ৮৭০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৩৩ বার পড়া হয়েছে ।
Tagged