দর বাড়ার তালিকায় শীর্ষে এটলাস বাংলাদেশ

সময়: শনিবার, মে ২৪, ২০২৫ ৪:১৫:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (২৪ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশ কয়েকটি কোম্পানির শেয়ার দর উল্লেখযোগ্য হারে বেড়েছে। ডিএসইতে লেনদেন করা ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির শেয়ারের দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এটলাস বাংলাদেশ লিমিটেড-এর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন এটলাস বাংলাদেশের শেয়ারের দর ৫ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে বাজারের দরবৃদ্ধির শীর্ষস্থানে উঠে আসে।

দ্বিতীয় অবস্থানে থাকা শাইনপুকুর সিরামিকস-এর শেয়ারের দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্টিল-এর শেয়ার দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.৭৪ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৯.৪১ শতাংশ, জুট স্পিনার্স ৬.৯৬ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ৬.৬৯ শতাংশ, বসুন্ধরা পেপার মিল ৬.১২ শতাংশ, এপেক্স ট্যানারি ৬.০৮ শতাংশ ,কাট্টালী টেক্সটাইল ৫.৫০ শতাংশ ও সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক ৫.৩৩ শতাংশ দর বেড়েছে।

Share
নিউজটি ১৮৬ বার পড়া হয়েছে ।
Tagged