নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার (০২ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৯ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে নর্দান জুট এর।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৭ টাকা ০৮ পয়সা বা ৯.৩৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্মা এইড এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৩৫ টাকা বা ৭.৪৪ শতাংশ।
আর ২ টাকা ৪০ পয়সা বা ৭.২৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ঢাকা ইন্সুরেন্স ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-আফতাব অটো ৭.১৪ শতাংশ, দেশ গার্মেন্টস ৬.৭৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক ৬.৫৭ শতাংশ,জেনারেল ইন্সুরেন্স ৬.৫১ শতাংশ,এম আই ডাইং ৬.১০ শতাংশ ,সাউথইস্ট ব্যাংক ৫.৮৮ শতাংশ ও ন্যাশনাল ব্যাংক ৫.৭১ শতাংশ দর বেড়েছে।


