নিজস্ব প্রতিবেদক: বহু বছর ধরে বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইলস পুনরায় চালুর উদ্যোগ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ আলোচনার পর আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ চুক্তির খসড়া অনুমোদন দিলে জাপানি প্রতিষ্ঠান রিভাইভাল, জনতা ব্যাংক এবং বেক্সিমকোর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।
তিন পক্ষই ইতোমধ্যে চুক্তির খসড়া সম্পন্ন করেছে। এখন শুধু জনতা ব্যাংকের বোর্ডের সম্মতি পাওয়া বাকি। অনুমোদন মিললেই বেক্সিমকো টেক্সটাইলস নতুন ব্যবস্থাপনায় পুনরায় কার্যক্রম শুরু করবে।
জাপান–বাংলাদেশি ইথিক্যাল ফ্যাশন ও সাসটেইনেবল ভেঞ্চার ‘রিভাইভাল গ্রুপ কোং লিমিটেড’ এবং ‘রিভাইভাল প্রজেক্টস লিমিটেড’ জানায়, তারা বেক্সিমকোর টেক্সটাইল ডিভিশন ইজারা নিয়ে পরিচালনা করবে। নতুন ব্যবস্থাপনায় কারখানাটি আধুনিক প্রযুক্তি, শক্তি-সাশ্রয়ী যন্ত্রপাতি এবং পরিবেশবান্ধব উৎপাদন কাঠামোতে পুনর্গঠন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেক্সিমকো টেক্সটাইলসে যে বিপুল কর্মসংস্থানের ঘাটতি তৈরি হয়েছিল, পুনরায় চালু হলে সেখানে ২৫ হাজারেরও বেশি শ্রমিক পুনরায় কাজে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। এতে কর্মসংস্থান পুনর্বহাল ও শিল্পখাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলে শিল্পবিশেষজ্ঞরা মনে করছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থায়নকারী প্রতিষ্ঠান ইকোমিলির সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। উদ্যোগটি শিল্প পুনরুদ্ধার এবং বৃহৎ কর্মসংস্থান পুনঃপ্রতিষ্ঠার একটি বড় ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি বেক্সিমকো গ্রুপের অন্যান্য শিল্প ইউনিটের কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।


