দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪ ২:১০:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুইটি হলো- ন্যাশনাল টিউবস এবং ওয়ালটন হাইটেক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৬৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ৩ টাকা ৯২ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ১৬ টাকা ৬৮ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির রিভ্যলুয়েশন সহ শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮৪ টাকা ২২ পয়সা।

ন্যাশনাল টিউবস লিমিটেড : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ০৮ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে মাইনাস ১ টাকা ১২ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩৬ টাকা ৪১ পয়সা।

 

Share
নিউজটি ২১৩ বার পড়া হয়েছে ।
Tagged