দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

সময়: বুধবার, নভেম্বর ২০, ২০২৪ ১:২৩:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুইটি হলো : বিএসআরএম স্টিল এবং বিএসআরএম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসআরএম স্টিল : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

বিএসআরএম লিমিটেড : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

উভয় কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

Share
নিউজটি ২৫৬ বার পড়া হয়েছে ।
Tagged