২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ২:২৮:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি ২টি হলো- যমুনা অয়েল এবং গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, যমুনা অয়েল কোম্পানির বোর্ড সভা আগামী ৯ ফেব্রুয়ারি, রোববার বিকাল ৫ টা ৩০ অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

অপরদিকে, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার বেলা পৌনে ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আলোচিত বৈঠকে গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানি তা প্রকাশ করবে। এছাড়া এই বৈঠকে শেয়ারহোল্ডার জন্য ক্যাশ ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৬ টাকা ১১ পয়সা। এদিকে সর্বশেষ হিসাববছরের (২০২৪) প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৭১ পয়সা।

 

Share
নিউজটি ২৪১ বার পড়া হয়েছে ।
Tagged