দুই কোম্পানির লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসেবে জমা

সময়: মঙ্গলবার, আগস্ট ৬, ২০১৯ ১০:২০:৩৭ পূর্বাহ্ণ


বিনিয়োগকারীদের হিসেবে জমা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ঘোষিত লভ্যাংশ। কোম্পানি দুটি হলো: উত্তরা ফাইন্যান্স ও ওয়ান ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরে এ দুই কোম্পানির ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ আজ বিনিয়োগকারীদের ব্যাংক ও বিও হিসেব প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, সমাপ্ত আর্থিক বছরের জন্য উত্তরা ফাইন্যান্স ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।  প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৫৭ টাকা ১০ পয়সা থেকে ৭৪ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

এদিকে ওয়ান ব্যাংক সমাপ্ত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিটি শেয়ার সর্বশেষ ১২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১১ টাকা ৯০ পয়সা থেকে ১৯ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ২৯৮ বার পড়া হয়েছে ।
Tagged