নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি মালেক স্পিনিং ও রহিম টেক্সটাইল মিলস পিএলসি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সংশ্লিষ্ট অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড কোম্পানি দু’টি বিইএফটিএন (BEFTN) সিস্টেমের মাধ্যমে সরাসরি শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মালেক স্পিনিংয়ের ১০ শতাংশ এবং রহিম টেক্সটাইল মিলস পিএলসির ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। পরবর্তীতে এসব ডিভিডেন্ড কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।


