নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড সাধারণ জনগণের শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ১১টায় অনুষ্ঠিত হবে ঢাকার ১০৮, বীর উত্তম সি. আর. দত্ত রোডে অবস্থিত অ্যাঙ্কর টাওয়ারে (হাইব্রিড সিস্টেমে)। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর ২০২৫।
কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ০.২৫ টাকা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ঋণাত্মক ৩৯.৮৩ টাকা এবং শেয়ারপ্রতি নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ০.৪১ টাকা।
আগের বছরের একই সময়ে অর্থাৎ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) ছিল ঋণাত্মক ০.৮৮ টাকা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) ছিল ঋণাত্মক ৪০.০৮ টাকা এবং শেয়ারপ্রতি নগদ প্রবাহ (NOCFPS) ছিল ঋণাত্মক ০.৪০ টাকা।


