দ্বিতীয় প্রান্তিকে মিশ্র পারফরম্যান্স: তাকাফুলের আয় বেড়েছে, আরএকে ও ন্যাশনালের লোকসান বেড়েছে

সময়: বুধবার, জুলাই ২৩, ২০২৫ ১১:০৪:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন ২০২৫) শেষে মিশ্র আর্থিক ফলাফল দেখিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি—তাকাফুল ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস ও ন্যাশনাল ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তাকাফুল ইন্স্যুরেন্স
২০২৫ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে তাকাফুল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩২ পয়সা।
ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৭৪ পয়সা, আগের বছরের একই সময় যা ছিল ৭০ পয়সা।
এছাড়া, ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৯ টাকা ৬৫ পয়সা।

আরএকে সিরামিকস
এপ্রিলে শুরু হওয়া দ্বিতীয় প্রান্তিকে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল মাত্র ২ পয়সা।
জানুয়ারি-জুন ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৪৯ পয়সা, যেখানে আগের বছর এই সময়ে ইপিএস ছিল ৯ পয়সা।
৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৫ টাকা ৭৩ পয়সা।

ন্যাশনাল ব্যাংক
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৩৭ পয়সায়, যেখানে আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫১ পয়সা।
ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মোট লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৯ পয়সা।
এছাড়া, ৩১ মার্চ ২০২৫ তারিখে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ১৯ পয়সা।

এই তিন কোম্পানির মধ্যে শুধুমাত্র তাকাফুল ইন্স্যুরেন্স ইপিএস প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে, আরএকে সিরামিকস ও ন্যাশনাল ব্যাংক উল্লেখযোগ্য পরিমাণে লোকসানে গেছে, যা বিনিয়োগকারীদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Share
নিউজটি ১১৬ বার পড়া হয়েছে ।
Tagged