নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে সূচকের টানা উত্থান বিনিয়োগকারীদের মাঝে নতুন করে আশাবাদের সঞ্চার করেছে। আজ শনিবার (২৯ জুন) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে, যা টানা পঞ্চম দিন সূচক বৃদ্ধির ইঙ্গিত বহন করে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনের শুরু থেকেই ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। যদিও দুপুরের পর লেনদেনের গতি কিছুটা শ্লথ হয়ে পড়ে এবং সূচকের গতিপথ ধীর হয়। দিন শেষে সূচক বাড়লেও কাঙ্ক্ষিত হারে লেনদেন বাড়েনি।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৬.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৩৯.৭৭ পয়েন্টে। অন্যান্য সূচকের মধ্যে ডিএসইএস সূচক ২.৩৭ পয়েন্ট বাড়িয়ে ১,০৬১.৪৭ পয়েন্টে পৌঁছায়। তবে ডিএসই-৩০ সূচক ৩.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৮১৬.৫১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৬টির শেয়ার দর বেড়েছে, ১৪৮টির কমেছে, এবং ৬০টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের দিক থেকে আজ ডিএসইতে মোট ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের কার্যদিবসের ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকা থেকে কিছুটা বেড়েছে। অর্থাৎ, এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৫ কোটি ৬৫ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। সার্বিক সূচক সিএএসপিআই আজ ৭২.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩,৪৭২.১৫ পয়েন্টে। তবে টাকার অঙ্কে লেনদেন আগের দিনের তুলনায় অর্ধেকে নেমে এসেছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৭ লাখ টাকার, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ৬০ কোটি ৯০ লাখ টাকার।
এদিন সিএসইতে মোট ২৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১২৫টির দর বেড়েছে, ৭৩টির কমেছে, এবং ৩৪টির দর অপরিবর্তিত ছিল।
টানা পাঁচ কার্যদিবস ধরে সূচক বৃদ্ধির এ ধারা বিনিয়োগকারীদের মাঝে একটি ইতিবাচক মনোভাব তৈরি করেছে। যদিও লেনদেনের পরিমাণ এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি, তবে বাজার ঘুরে দাঁড়ানোর যে ইঙ্গিত মিলছে, তা বিনিয়োগকারীদের আস্থার জায়গায় নতুন জোয়ার আনছে বলে মত বিশ্লেষকদের।


