সূচক কমলেও বেড়েছে লেনদেন

ধারাবাহিক দরপতনে আস্থা সঙ্কট বাড়ছে

সময়: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৫:০২:৪১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দরপতনে আস্থা সঙ্কট বাড়ছে দেশের বিনিয়োগকারীদের মধ্যে। আজও ২০ ফেব্রুয়ারি সেই ধারাবাহিকতায় লেনদেন শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। এদিন ডিএসইতে লেনদেন পরিমাণ বাড়রেও সিএসইতে কমেছে। ডিএসইর লেনদেন বেড়ে তিনশ কোটি টাকার ঘরে চলে এসেছে। আর সিএসইর লেনদেন কমে ৩ কোটি টাকার কাছাকাছিতে রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৮ দশমিক ৮৩ পয়েন্টে। ডিএসইএস সূচক ২ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ দশমিক ৮৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২১ দশমিক ৭৬ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪টি এবং কমেছে ১৪২টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৪১টির। এদিন ডিএসইতে ৩২৬ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার।

অপরদিকে, আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৩ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬০ দশমিক ২১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ২১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪ দশমিক শূন্য ১ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৪ দশমিক ৬৫ পয়েন্ট এবং সিএসআই সূচক ১ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৫ দশমিক ৬৫ পয়েন্টে, ১৩ হাজার ৩০৫ দশমিক ৯০ পয়েন্টে, ১১ হাজার ৫ দশমিক ৩৭ পয়েন্টে এবং ১ হাজার ১৬০ দশমিক ৩১ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১০২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০টি, কমেছে ৫২টি এবং পরিবর্তন হয়নি ৪০টির। এদিন সিএসইতে সোমবার লেনদেন হয়েছে ২ কোটি ৮৩ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

 

Share
নিউজটি ১৫২ বার পড়া হয়েছে ।
Tagged