সূচক কমলেও বেড়েছে লেনদেন

ধারাবাহিক দরপতনে আস্থা সঙ্কট বাড়ছে

সময়: সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৪:০৫:২৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনে আস্থা সঙ্কট বাড়ছে বিনিয়োগকারীদের। প্রতিদিনের মত আজও ২৫ মার্চ সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৩ শতাংশ বা ৬৬.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৩৪.৩৮ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৭.১৬ পয়েন্টে।

এবং ডিএসই–৩০ সূচক ২৬.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৪.৯২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১ টির, কমেছে ৩১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.৪৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৩ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৬৪০ টি শেয়ার ১ লাখ ৪২ হাজার ১৩৭ বার হাতবদল হয়েছে। টাকার অংকে যার বাজারমূল্য ৪৪৫ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ মার্চ ডিএসইতে ১৮ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ৬৬৪ টি শেয়ার ১ লাখ ৮৯ হাজার ৯৯০ বার হাতবদল হয়। টাকার অংকে যার বাজারমুল্য ছিল ৫৮০ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩৪ কোটি ৭৯ লাখ ৮২ হাজার টাকা।

 

Share
নিউজটি ৩৪ বার পড়া হয়েছে ।
Tagged