নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিক দরপতনের কারণে লেনদেন নিয়ে দিশেহার বিনিয়োগকারীরা। সূচক একদিন বাড়লেও পরবর্তীতে লাগাতর দরপতন ঘটছে দেশের শেয়ারবাজারে। সেই ধারাবাহিকতায় আজও ০৯ ডিসেম্বর সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এদিন সূচকের উথানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু বেলা সাড়ে ১১টার পর থেকে সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৪.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৬.৯৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৪.১১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৪.০৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬ টির, কমেছে ১৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩১.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১২ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৫৫৫ টি শেয়ার ১ লাখ ৯ হাজার ৬৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮৭ কোটি ৬৬ লাখ ৪১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৪.৯৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৮১.৮৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৭.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫৬.৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯০৮.৬৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৭ টির, কমেছে ২৪৮ টির এবং অপরিবর্তিত রয় ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২২.০২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ১১ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৫২১ টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৩৪৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৯৩ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ৭২ লাখ ২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৭ শতাংশ বা ৬৮.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৭০.১২ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৮৩৮ টাকা।


