সূচক কমলেও বেড়েছে লেনদেন

ধারাবাহিক দরপতনে বাড়ছে আস্থা সঙ্কট

সময়: মঙ্গলবার, অক্টোবর ১৯, ২০২১ ৪:৫৪:৩৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে আস্থা সঙ্কট। গত ৭ কার্যদিবস ধরেই দরপতন হচ্ছে শেয়ারবাজারে। এর ফলে নিজেদের পুঁজি নিয়ে অনেকটাই আশঙ্কায় বিনিয়োগকারীরা। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক কমলেও বেড়েছে লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ২০.৬১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০.২৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫০৪.৯২ পয়েন্টে এবং দুই হাজার ৬৫৬.০৫ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৭টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

ডিএসইতে এদিন ৩৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০৯টি শেয়ার ২ লাখ ১৫ হাজার ১৩৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৬৮২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ২০৯ টাকা ৮০ পয়সা। যা আগের দিন থেকে ২৮৯ কোটি ২ লাখ টাকা বেশি। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৮০৩ কোটি ২২ লাখ ৫৫ হাজার ৫৪৬ টাকা ৮৪ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৫.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫১১.৯৫ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ২৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। সিএসইতে এদিন এক কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৫৩টি শেয়র ১৬ হাজার ১৬৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪৮ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ২৬৪ টাকা ৩০ পয়সা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৯৮৯ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৬৭০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৭১ বার পড়া হয়েছে ।
Tagged