নিজস্ব প্রতিবেদক: গত বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক দরপতনের কবলে দেশের শেয়ারবাজার। এর ফলে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা ভাড়ি হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজও ২২ এপ্রিল’২৫ দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তুসাড়ে ১১টার পর সূচকের একটানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ১৮.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৬.৫৭ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২১.৮৪ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৩.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৯.৮৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১ টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৬৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৪ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৯৬৩ টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৬৩২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪০ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২১ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৮ শতাংশ বা ২৯.৫২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৪৪.৮৫ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১২৬.৫১ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৬৩.৩৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১০৩টির, কমেছিল ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১৪ কোটি ৪০ লাখ ২৮ হাজার ৩২৮টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৮৫৪ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ৪ লাখ ৬৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮ কোটি ৭৬ লাখ ৬ হাজার টাকা।
এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৯ শতাংশ বা ৬৯.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৫.৩৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৭ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা।


