নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে শরিয়াহ ভিত্তিক সিকিউরিটিজের উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল এবং এর নির্বাচন কমিটি বাতিল করেছে।
বৃহস্পতিবার (৩০ মে) জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় নিয়ন্ত্রক সংস্থাটি। শিগগিরই নতুন নির্বাচন কমিটি গঠন করা হবে, যাদের সুপারিশে নতুন শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল পুনর্গঠন করা হবে।
বিতর্কিত সদস্যদের কারণেই বাতিল
বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম বলেন, “বর্তমান কমিটির কিছু সদস্যের বিষয়ে বিতর্ক থাকায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা খুব শিগগিরই একটি নতুন কমিটি গঠন করবো।”
তিনি আরও জানান, নতুন কমিটি গঠন করার মাধ্যমে ইসলামী শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ ইস্যু এবং বিনিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা হবে।
২০২২ সালের বিধিমালার আলোকে গঠিত হয়েছিল পুরোনো কমিটি
২০২২ সালের ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা’ অনুযায়ী, ২০২৩ সালে প্রথমে নির্বাচন কমিটি এবং পরে তাদের সুপারিশ অনুযায়ী শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠন করা হয়েছিল।
শরিয়াহ কাউন্সিলের দায়িত্ব কী ছিল?
এই কাউন্সিলের দায়িত্ব ছিল—
বিএসইসির বিভিন্ন শরিয়াহ-সম্পর্কিত ইস্যুতে পরামর্শ প্রদান
শরিয়াহ গাইডলাইন তৈরি
শরিয়াহসম্মত সিকিউরিটিজের মান নির্ধারণ
নির্ধারণ করা যে কোন সিকিউরিটিজ শরিয়াহ অনুযায়ী গ্রহণযোগ্য কি না
বিনিয়োগকারীদের জন্য বার্তা
এই উদ্যোগের মাধ্যমে ইসলামী শরিয়াহ ভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে আস্থা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বৃদ্ধির আশা করছে কমিশন। ফলে শরিয়াহভিত্তিক মিউচ্যুয়াল ফান্ড, সুকুক বা অন্যান্য ইসলামি ফাইন্যান্স ইনস্ট্রুমেন্টে আগ্রহী বিনিয়োগকারীদের জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ।


