নন-ব্যাংকিং লিজিং প্রতিষ্ঠান ৯টি বন্ধ, বাজারে আলোচনার ঝড়

সময়: বুধবার, অক্টোবর ৮, ২০২৫ ৯:৪০:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনৈতিক সুরক্ষা ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী, নয়টি নন-ব্যাংকিং অর্থ প্রতিষ্ঠান (এনবিএফআই) বা লিজিং কোম্পানি বন্ধ করার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

বুধবার (০৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সিদ্ধান্ত উপস্থাপন করেছিলেন।

রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন স্টেকহোল্ডার ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বৈঠকে উল্লেখ করা হয়, অনেক লিজিং কোম্পানি দীর্ঘদিন ধরে অনিয়ম, কার্যক্ষমতার অভাব ও মূলধন ঘাটতির সঙ্গে সংগ্রাম করছে, যা পুরো আর্থিক খাতের সুশাসন ও আস্থা নষ্ট করছে।

এমন প্রতিষ্ঠানগুলো শুধু বিনিয়োগকারীদের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছে না, বরং অর্থপ্রবাহেও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সরকারের এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানগুলোর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, “গভর্নর ওই বৈঠকে স্পষ্টভাবে নাম উল্লেখ না করলেও, বাংলাদেশ ব্যাংক শিগগিরই তালিকা প্রকাশ করবে।”

অর্থবিজ্ঞানি ও বাজার বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে একটি দীর্ঘমেয়াদী পুনর্গঠন উদ্যোগ হিসেবে দেখছেন। তাঁদের মতে, দুর্বল ও অনিয়ম প্রবণ প্রতিষ্ঠানগুলোকে বাদ দিলে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার হবে ও শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর সুযোগ তৈরি হবে। তবে এই প্রক্রিয়াটি স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে আমানতকারীরা বা ছোট বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে।

ℹ️ প্রসঙ্গ ও বাস্তব তথ্যসূত্র:
সংবাদমাধ্যম রিপোর্ট বলছে, ৯টি এনবিএফআই বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
যেসব প্রতিষ্ঠান নিয়েছে এমন পরিকল্পনায়: FAS Finance, Bangladesh Industrial Finance Company (BIFC), Premier Leasing, Fareast Finance, GSP Finance, Prime Finance, Aviva Finance, People’s Leasing ও International Leasing।
বাংলাদেশ ব্যাংক বলেছে, আমানতকারীদের দাবি অনেকটাই অগ্রাধিকার ভিত্তিতে মীমাংসা হবে।
“নির্বাহী প্রক্রিয়া শুরু হয়েছে এবং লিকুইডেশন আইন অনুযায়ী লাইসেন্স বাতিল ও সম্পত্তি বিক্রি করার প্রক্রিয়া চলমান থাকবে” — নিয়ম প্রণয়ন করা হয়েছে Finance Company Act 2023-এর অধীনে।

Share
নিউজটি ১৪ বার পড়া হয়েছে ।
Tagged