নিজস্ব প্রতিবেদক: দেশে সাধারণ বিমা খাতে নতুন নীতিগত পরিবর্তন আনল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএর নতুন নির্দেশনা অনুযায়ী, সব নন-লাইফ (সাধারণ) বিমা কোম্পানির ব্যক্তি এজেন্ট লাইসেন্স অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। ফলে দেশের ৪৬টি সাধারণ বিমা কোম্পানি এখন থেকে ব্যক্তি এজেন্টের মাধ্যমে ব্যবসা পরিচালনা বা কমিশন প্রদানের সুযোগ পাবেন না।
বুধবার আইডিআরএর পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমা খাতে চলমান বিভিন্ন জটিলতা ও ব্যবসায়িক সমস্যা সমাধানের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইডিআরএর উপসচিব ও পরিচালক (প্রশাসন) আহম্মদ এহসান উল হান্নানের স্বাক্ষরিত নির্দেশনায় দেশের সব সাধারণ বিমা কোম্পানির নন-লাইফ ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বিমা কোম্পানি ব্যক্তি এজেন্টদের মাধ্যমে কোনো ব্যবসা করতে পারবে না, এবং কমিশন বা অন্য কোনো আর্থিক সুবিধা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
নির্দেশনায় সতর্ক করে বলা হয়েছে, যদি কোনো কোম্পানি এই সিদ্ধান্ত অমান্য করে, তবে তা ‘বিমা আইন ২০১০’-এর ৫৮ (১) ধারার লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


