নিজস্ব প্রতিবেদক : নমিনির বিও হিসাবে হস্তান্তর করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) উদ্যোক্তার শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এসবিএসি ব্যাংকের মৃত উদ্যোক্তা মোহাম্মদ আবদুল হাইয়ের ধারণ করা ব্যাংকটির ১৭ লাখ ৫৮ হাজার ৪৮৭টি শেয়ারের মধ্যে ১৭ লাখ ৪১ হাজার ৭৭টি শেয়ার নমিনি হিসেবে তার পুত্র আবদুল্লাহ আল মামুনের বিও হিসাবে হস্তান্তর করা হবে।
এসবিএসি ব্যাংকের প্রাক্তন উদ্যোক্তা আবদুল হাই ২০২২ সালের ১৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন।


