আইপিডিসি ফাইন্যান্স

নয় মাসে ইপিএস ৬৪ পয়সা, স্থিতিশীল গতিতে আইপিডিসি ফাইন্যান্স

সময়: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ৯:২৩:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি বছরে কোম্পানির আয় আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা আর্থিক খাতে একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।

? তৃতীয় প্রান্তিকে ইপিএস প্রায় দ্বিগুণ বৃদ্ধি
২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ২৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ১২ পয়সা।
অর্থাৎ, এক বছরে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১২৫ শতাংশের বেশি, যা কোম্পানির আর্থিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির প্রমাণ বহন করে।

? নয় মাসে স্থিতিশীল প্রবৃদ্ধি
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৬৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা।
এটি ইঙ্গিত করে যে, কোম্পানিটি ঋণ বিতরণ ও আদায় উভয় ক্ষেত্রেই উন্নতি করেছে এবং ঝুঁকি ব্যবস্থাপনায় সফল হয়েছে।

? নিট সম্পদমূল্য (NAVPS)
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭ পয়সা।
এনএভিপিএসের এই মান কোম্পানির মূলধন ভিত্তির স্থিতিশীলতা এবং আর্থিক সক্ষমতার ইঙ্গিত দেয়।

? বিশ্লেষণ
আইপিডিসি ফাইন্যান্সের আয় বৃদ্ধির এই ধারা কোম্পানির শক্তিশালী ঋণ পোর্টফোলিও ও কার্যকরী খরচ নিয়ন্ত্রণের ফলাফল।
বাজার বিশেষজ্ঞদের মতে, আগামী প্রান্তিকগুলোতেও কোম্পানিটি প্রবৃদ্ধি ধরে রাখতে পারলে বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পাবে।

 

Share
নিউজটি ৫৭ বার পড়া হয়েছে ।
Tagged