নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সুশাসন ও নিয়ম শৃঙ্খলা জোরদারের অংশ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কঠোর পদক্ষেপ নিয়েছে। নিয়ম লঙ্ঘনের অভিযোগে মাহিদ সিকিউরিটিজ লিমিটেড এবং আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেড এর ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বা ট্রেডিং লাইসেন্স বাতিল করা হয়েছে। এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্ত ২৯ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হবে।
ডিএসই সূত্রে জানা গেছে, মাহিদ সিকিউরিটিজ লিমিটেড (টিআরইসি নং-২৭৩) এর লাইসেন্স বিএসইসি ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট বিধিমালা, ২০২০-এর বিধি ৭(১) লঙ্ঘনের কারণে বাতিল করা হয়েছে। ট্রেডিং লাইসেন্স পাওয়ার পরও কোম্পানিটি বিএসইসি থেকে স্টক-ডিলার বা স্টক-ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহে ব্যর্থ হওয়ায় লেনদেন কার্যক্রম শুরু করতে পারেনি।
অন্যদিকে, আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেড (টিআরইসি নং-২৬৩) এর ক্ষেত্রে আরও গুরুতর লঙ্ঘনের কারণে বিধি ৩(২)(গ) অনুযায়ী ট্রেডিং লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই বলেছে, এই পদক্ষেপ শেয়ারবাজারের সকল ব্রোকারেজ ও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের জন্য শক্তিশালী বার্তা, যে নিয়মের ব্যত্যয় কোনোভাবেই সহ্য করা হবে না।
ট্রেডিং লাইসেন্স বাতিলের পর, সংশ্লিষ্ট ব্যক্তিদের ও বিনিয়োগকারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। মাহিদ সিকিউরিটিজের টিআরইসি সংক্রান্ত কোনো দাবি থাকলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের ১৩ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় নথি সহ ডিএসই’র চিফ রেগুলেটরি অফিসারে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে।
এছাড়া, আল হারামাইন সিকিউরিটিজের ক্লায়েন্টদেরও তাদের অ্যাকাউন্ট পর্যালোচনা করে যেকোনো অমীমাংসিত সেটেলমেন্ট দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যদি কোনো তহবিল বা সিকিউরিটিজ সংক্রান্ত অভিযোগ থাকে, তবে ক্লায়েন্টদের ১৩ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় নথি সহ ডিএসই-তে লিখিত অভিযোগ জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


